পুরনো ঠিকানায় আর্বোভাইরাস!

বাংলা ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে পরিচিত এক নাম "আর্বোভাইরাস।" তবে লম্বা সময় ধরে প্রফেশনাল মিউজিকের বাইরে ছিলেন তাদের ৪ সৈন্য। লিড গিটারিস্ট আসিফ আজগার রঞ্জন, ভোকাল সুফি, বেজ গিটারিস্ট আদনান আলম ও ড্রামার নাফিস আল আমিন এবার ফিরলেন আর্বোভাইরাস নিয়ে পুরনো ঠিকানায়। 



তাদের চতুর্থ অ্যালবাম "নিখোঁজ সংবাদ" এর 
প্রথম গান "পুরনো ঠিকানা" ইউটিউবে মুক্তি পেয়েছে গতকাল। 




অনেকেই ধরে নিয়েছিলেন দেশের বাইরে থাকায় এই চারজনকে হয়তো আর দেখা যাবে না একসাথে। তবে গত বছর একটি ভিডিও বার্তার মাধ্যমে চারজন একসাথে মিলিত হয়ে জানিয়েছিলেন তাদের চতুর্থ অ্যালবামের কাজের কথা। তখন থেকেই আশায় বুক বেঁধেছিলেন আর্বোভাইরাসের ভক্তরা। এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ অ্যালবামের প্রথম গান মুক্তি দিয়েছে এই ব্যান্ডটি। 



তাদের নতুন গান "পুরনো ঠিকানা" শুনে ভক্তরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভালো লাগার কথা শেয়ার করা শুরু করেছেন। তানভীর সিদ্দিকী নামের একজন ফেসবুক পোস্টে লিখেন, "আহা! সে পুরনো আর্বোভাইরাস। রীতিমত চোখে জল চলে এসেছে। কি শান্তি লাগতেছে। সে পুরনো সাউন্ড, পুরনো ফ্লেভার, সেই পুরনো আর্বোভাইরাস!" 


এ ব্যাপারে তাদের বেজ গিটারিস্ট আদনান আলমের সাথে কথা হলে তিনি জানান, "আমরা আর্বোভাইরাস, আমরা আমাদের ভক্তদেরকে গান শুনাতে চাই। এর বাইরে আমাদের আর কোন চাওয়া পাওয়া নেই। আমরা কোন ঝামেলায়ও জড়াতে চাই না। এ বছরই আমাদের চতুর্থ অ্যালবাম "নিখোঁজ সংবাদ" মুক্তি দিতে চাই।" 



বাংলা ব্যান্ড মিউজিক ভক্তদের জন্য আর্বোভাইরাস একটা আবেগের নাম। তরুণ প্রজন্মের শ্রোতারা আর্বোভাইরাসের প্রথম তিনটা অ্যালবামের গানই লুফে নিয়েছিলো যার ফলে জনপ্রিয়তা বাড়ে এই ব্যান্ডটার। হারিয়ে যাও, অমানুষ, সূর্য, মুখোশ, নিলাম, স্কুল, ভেঙে ফেলো এর মত গানগুলো জনপ্রিয়তা পেয়েছে ব্যাপক। "পুরনো ঠিকানা" দিয়ে আবারো ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছে ব্যান্ডটি। 


Comments

Popular posts from this blog

শুভ জন্মদিন জুনায়েদ ইভান

ঠিকানা বিহীন চলি আমি নিঃসঙ্গ এক ভবঘুরে