পুরনো ঠিকানায় আর্বোভাইরাস!
বাংলা ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে পরিচিত এক নাম "আর্বোভাইরাস।" তবে লম্বা সময় ধরে প্রফেশনাল মিউজিকের বাইরে ছিলেন তাদের ৪ সৈন্য। লিড গিটারিস্ট আসিফ আজগার রঞ্জন, ভোকাল সুফি, বেজ গিটারিস্ট আদনান আলম ও ড্রামার নাফিস আল আমিন এবার ফিরলেন আর্বোভাইরাস নিয়ে পুরনো ঠিকানায়। তাদের চতুর্থ অ্যালবাম "নিখোঁজ সংবাদ" এর প্রথম গান "পুরনো ঠিকানা" ইউটিউবে মুক্তি পেয়েছে গতকাল। অনেকেই ধরে নিয়েছিলেন দেশের বাইরে থাকায় এই চারজনকে হয়তো আর দেখা যাবে না একসাথে। তবে গত বছর একটি ভিডিও বার্তার মাধ্যমে চারজন একসাথে মিলিত হয়ে জানিয়েছিলেন তাদের চতুর্থ অ্যালবামের কাজের কথা। তখন থেকেই আশায় বুক বেঁধেছিলেন আর্বোভাইরাসের ভক্তরা। এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ অ্যালবামের প্রথম গান মুক্তি দিয়েছে এই ব্যান্ডটি। তাদের নতুন গান "পুরনো ঠিকানা" শুনে ভক্তরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভালো লাগার কথা শেয়ার করা শুরু করেছেন। তানভীর সিদ্দিকী নামের একজন ফেসবুক পোস্টে লিখেন, "আহা! সে পুরনো আর্বোভাইরাস। রীতিমত চোখে জল চলে এসেছে। কি শান্তি লাগতেছে। সে পুরনো সাউন্ড, পুরনো ফ্লেভ...