কেন তামিমকে নিয়ে এত সমালোচনা?
তামিম ইকবালকে নিয়ে বিগত কয়েক বছর ধরে যে পরিমাণ সমালোচনা হচ্ছে সেটা কি ঠিক? না মানে, কোন ক্রিকেটারই সমালোচনার উর্ধ্বে নয় এটা আমি মানলাম। খারাপ খেললে সমালোচনা হবে এটাই স্বাভাবিক। কিন্তু কয়েকটা দিনের অফফর্মে তার ১৬ বছরের কীর্তি, ক্যারিয়ার সব ভুলে যাবো? নাকি ইচ্ছে করেই সবকিছু চোখের সামনে পরিষ্কার জলের মত ভাসলেও তামিমকে নিয়ে সমালোচনা করতে হবে, ট্রল করতে হবে? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তামিমের চেয়ে বেটার ওপেনার আর একজনও নেই। আধৌ আসবে কিনা সেটাও এখন বলা মুশকিল। তবে কেন তামিমকে গলার কাঁটা ভাবছে কিছু নব্য ক্রিকেট ভক্ত সে প্রশ্নেরই উত্তর খু্ঁজতে চেষ্টা করছি। উত্তর জানতে আপনাকে ফিরে যেতে হবে ২০২০ সালের শুরুর দিকে। পুরো বিশ্বে তখন করোনা মহামারি। খেলাধুলা বন্ধ, প্রতিনিয়ত খবর আসছে একের পর এক প্রাণ ঝড়ে যাওয়ার। অন্য সবার মত এগিয়ে এসেছিলেন তামিম ইকবালও। বরং অনেকের চেয়ে একটু বেশিই এক্টিভ ছিলেন বাংলাদেশী এই ড্যাশিং ওপেনার। অসহায়, অবহেলিত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন চট্টলার "কলিজাওয়ালা খান।" কেবল যে মানুষকে অর্থ দিয়ে সাহায্য করেছেন এমন না, মহামারিটা কিছুটা হলেও ভুলে থাকতে, মানুষকে নিছক বিনোদন দি...