Posts

Showing posts from March, 2022

ঠিকানা বিহীন চলি আমি নিঃসঙ্গ এক ভবঘুরে

Image
বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে মেটাল মিউজিকের ভক্ত আছে। কিন্তু আগে তো এতটা জনপ্রিয়তা লক্ষ্য করা যায় নি। তবে হঠাৎ কি থেকে কি হয়ে গেল? অবশ্যই এর পেছনে কোন রহস্য লুকিয়ে আছে। আর এই রহস্য উন্মোচন করতে হলে অবশ্যই ফিরে যেতে হবে নব্বই এর দশকে। বাংলাদেশে এখন বেশ কয়েকটা মেটাল ব্যান্ডও আছে। কিন্তু কখনো কি কেউ জানতো একদিন এ দেশের মানুষেরাও মেটাল মিউজিক শুনে মাথা নাড়াবে? হয়তো জানতো। আর অনেকদিন ধরেই কেউ আড়াল থেকে মূল কাজটা করে যাচ্ছে বলেই আজ এর প্রতিফলন লক্ষ করা যাচ্ছে। তবে জানা যাক সেই আড়ালের গল্পটা। ১৯৯৩ সালে গঠিত হয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড "ক্রিপটিক ফেইট", যাদেরকে হেভি মেটাল ব্যান্ড বলা হয়ে থাকে। জানা যায় ১৯৮০ এর দশকের ক্ল্যাসিক ব্যান্ডগুলোর মাধ্যমে এই ব্যান্ডটা অনুপ্রেরিত হয়। কিন্তু কিছুদিন পরেই সেই অনুপ্রেরণার ছাপ কাটিয়ে ভিন্ন কিছু একটা করার চিন্তা শুরু করে তারা। পরিপক্ব সাউন্ড আর অদ্বিতীয় হয়ে উঠার চ্যালেঞ্জ তাদের ভেতরের "কিছু একটা করার" জেদটাকে আরো গভীর করে দেয়। আর সেই জেদটাকে কাজে লাগিয়েই ১৯৯৫ সালে তাদের প্রথম স্টুডিও অ্যালবাম "এন্ডস আর ফরএভার" রিলিজ করা ...